ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

হাতিয়ায় বিদ্যুতের শর্ট সার্কিটে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া 

প্রকাশিত: ১৯:৩৮, ৬ এপ্রিল ২০২৫

হাতিয়ায় বিদ্যুতের শর্ট সার্কিটে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

ছবি: জনকণ্ঠ

হাতিয়ায় বিদ্যুতের শর্ট সার্কিতে সেজান নামে এক বিদ্যুতের ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। রবিবার (০৬ এপ্রিল) বিকেলে উপজেলার চরঈশ্বর বাংলাবাজার এলাকায় বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মো: সেজান (২৬ ) উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড গামছাখালী এলাকার মো: মিরাজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে চর ঈশ্বর ইউনিয়ন বাংলাবাজার এলাকায় বৈদ্যুতিক লাইনে কাজ করছিলো। সার্ভিস ক্যাবল খুলতে গিয়ে শর্ট সার্কিটে সিজন গুরুত্বর আহত হয়। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এবিষয়ে উপসহকারী প্রকৌশলী মো: গোলাম মোস্তফা বলেন, সেজান আমাদের বিদ্যুৎ অফিসের কর্মী নয়। সে ব্যক্তিগত গ্রাহকের কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। 

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খোরশেদ আলম জানান, শর্ট সার্কিতে সেজান নামে এক প্রাইভেট ইলেকট্রিশিয়ানের মৃত্যুর খবর পেয়েছি, তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি।

শহীদ

×