ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

মার্চে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা!

প্রকাশিত: ১৯:৩৪, ৬ এপ্রিল ২০২৫

মার্চে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা!

ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ মার্চ মাসে রেকর্ড ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ওই মাসে রেমিট্যান্স এসেছে ৩.২৯ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬৫ শতাংশ বেশি।

ঈদুল ফিতরকে ঘিরে প্রবাসীদের এই রেমিট্যান্স পাঠানোর হার বাড়ে। মার্চের প্রথম ২৬ দিনেই রেমিট্যান্স দাঁড়ায় ২.৯৪ বিলিয়ন ডলারে। এরপর ২৭ থেকে ৩১ মার্চের মধ্যে আসে আরও ৩৪৫ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের (জুলাই-মার্চ) মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ২১.৭৭ বিলিয়ন ডলারে। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৬.৬৯ বিলিয়ন ডলার, অর্থাৎ এক বছরে তা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা গত বছরের সেপ্টেম্বরে শুরু হয়, যখন আগের বছরের একই সময়ের তুলনায় ৮০.২৮ শতাংশ বেড়ে তা ২.৪ বিলিয়ন ডলারে পৌঁছায়। এরপর অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে প্রবাহ বজায় থাকে—অক্টোবরে ২.৩৯ বিলিয়ন, নভেম্বরে ২.১৯ বিলিয়ন, ডিসেম্বরে ২.৬৩ বিলিয়ন, জানুয়ারিতে ২.১৮ বিলিয়ন এবং ফেব্রুয়ারিতে ২.৫২ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে।

বিশ্লেষকরা বলছেন, রেমিট্যান্স প্রবাহে এই ধারাবাহিক বৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ কমেছে এবং তারল্য সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আসিফ

×