ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

বাড়তি ভাড়া আদায়ে রামগতিতে মোবাইল কোর্ট, ৫১ মামলা ও জরিমানা

নিজস্ব সংবাদদাতা, রামগতি, লক্ষ্মীপুর

প্রকাশিত: ১৯:২৩, ৬ এপ্রিল ২০২৫

বাড়তি ভাড়া আদায়ে রামগতিতে মোবাইল কোর্ট, ৫১ মামলা ও জরিমানা

ছবিঃ সংগৃহীত

ঈদযাত্রায় সিএনজি ব্যাটারি চালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে লক্ষ্মীপুরের রামগতিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৫১টি মামলায় মোট ৮২ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনি ও রবিবার (৫ ও ৬ এপ্রিল) উপজেলার আলেকজান্ডার পৌরসভা ও চর পোড়াগাছা আজাদনগর এলাকায় পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি)। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধের দায়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন ইশতিয়াক আহমেদের একটি দল এবং রামগতি থানা পুলিশের একটি টিম।

স্থানীয়রা জানান, আলেকজান্ডার বাজার থেকে সোনাপুর রুটে সিএনজির নিয়মিত ভাড়া ১০০ টাকা হলেও ঈদের সময় তা ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। আলেকজান্ডার থেকে লক্ষ্মীপুর পর্যন্ত  নিয়মিত ভাড়া ১০০ টাকা হলেও নেওয়া হচ্ছে ২০০ টাকা করে। উপজেলার  বিভিন্ন রুটে গুনতে হচ্ছে  বেশি ভাড়া। এছাড়া দূরপাল্লার বাসগুলোর বিরুদ্ধেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বলেন, "জনস্বার্থে  অভিযান চলমান থাকবে। ঈদে মানুষের যাতায়াতে ভোগান্তি কমাতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।"

ইমরান

×