ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

৩২ বছর পর আবারও চালু হলো ঐতিহ্যবাহী মাগুন মিয়ারের হাট!

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর, জামালপুর

প্রকাশিত: ১৯:২০, ৬ এপ্রিল ২০২৫

৩২ বছর পর আবারও চালু হলো ঐতিহ্যবাহী মাগুন মিয়ারের হাট!

ছবি: সংগৃহীত।

৩২ বছর পর জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী মাগুন মিয়ারের হাট আবারো শুরু হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর হাটটি পুনরায় চালু হওয়ায় এলাকার জনগণের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস তৈরি হয়েছে। হারানো হাটটি গত রমজান মাসের ২৭ তারিখে পুনরায় যাত্রা শুরু করেছে। আনুষ্ঠানিকভাবে চালু হওয়ায় ক্রেতা ও বিক্রেতাদের সমাগম বাড়তে শুরু করেছে।

প্রতি রবিবার ও বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে দিনব্যাপী চলে এই হাটের কার্যক্রম। মাগুন মিয়ারের হাট চালুর পর থেকে দূরদূরান্ত থেকে বিক্রেতারা নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে আসছেন, আর ক্রেতারা দর-কষাকষি করে পণ্য সামগ্রী কিনে বাড়ি ফিরছেন।

এটি একটি নদী বিধ্বস্ত এলাকা, যেখানে মানুষরা কৃষির ওপর নির্ভরশীল। যমুনার কড়া গ্রাসে বারবার ভাঙা-গড়া এই ইউনিয়নটি দীর্ঘদিন মাগুন মিয়ারের হাট বন্ধ থাকার কারণে বিপাকে পড়েছিল। এখন হাট চালু হওয়ায় কৃষকরা তাদের ফসল বিক্রি করতে পারছেন এবং তাদের সংসার চলে যাচ্ছে।

হাটের বিশেষত্ব হলো এখানে ক্রেতা ও বিক্রেতারা দালাল মুক্তভাবে পণ্য সামগ্রী কিনতে-বেচতে পারেন, এবং সম্পূর্ণ নির্দিষ্ট জায়গায় বসে এই কার্যক্রম পরিচালিত হয়।

হাট কমিটির ইজারাদার মো. ইসমাইল হোসেন জানিয়েছেন, নানা প্রান্ত থেকে আসা কৃষকদের মাথা থেকে ফসল নামিয়ে দেওয়া হচ্ছে এবং কোথায় বসবেন তা নির্ধারণ করা হচ্ছে। একাধিক ক্রেতা ও বিক্রেতা বলেন, "হাটটি দীর্ঘদিন বন্ধ ছিল, ফলে আমরা বিপাকে পড়েছিলাম। তবে এখন পুনরায় চালু হওয়ায় আমরা স্বস্তি পাচ্ছি।"

ইজারাদার মো. ইসমাইল হোসেন আরো বলেন, "আমরা ক্রেতা ও বিক্রেতাদের সুবিধা মাথায় রেখে হাটটি পরিচালনা করছি। আপনাদের নির্দ্বিধায় এখানে আসতে বলা হচ্ছে।"

সায়মা ইসলাম

×