ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও নৌ-ভ্রমণ

শাহ জালাল,  সোনারগাঁও, নারায়ণগঞ্জ 

প্রকাশিত: ১৮:৫৭, ৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:০৩, ৬ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও নৌ-ভ্রমণ

ছবি: জনকণ্ঠ

নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও নৌ- ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নুনেরটেক মায়াদ্বীপ ও আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়ায় সারা দিনব্যাপী এ ভ্রমণ অনুষ্ঠিত হয়।

ফোরামের নারায়ণগঞ্জ জেলা  সভাপতি ও দেশ টিভির সিনিয়র সাব এডিটর মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না। 

মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দ্যা নিউ নেশনের সিনিয়র সাংবাদিক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি গাযী আনোয়ার, চ্যানেল আইয়ের সিনিয়র সাংবাদিক আক্তার হাবিব,   দৈনিক সংবাদের মফস্বল সম্পাদক মো. আলম হোসেন। 

সকাল ৯ টায় বৈদ্যার বাজার ঘাট থেকে নৌ ভ্রমনের টলার ছেড়ে মায়াদ্বীপ পৌছায়। এরপর শুরু হয়  বিভিন্ন ইভেন্টের খেলা। দুপুরের খাবারের পর আড়াই হাজার  উপজেলার  কালাপাহাড়িয়া এলাকার মধ্যার চরে পুরষ্কার বিতরণের পূর্বে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায়  স্বাগতি বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ  জেলার সাংবাদিক  ফোরামের সভাপতি দেশ টিভির সিনিয়র সাব এডিটর মো. রুহুল আমিন, রুপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক সংগ্রামের রুপগঞ্জ প্রতিনিধি মো.নাজমুল হোসাইন, সোনারগাও সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক জনকণ্ঠের সোনারগাঁও  প্রতিনিধি মো. শাহ জালাল, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার মো. আকতার হাবিব, দৈনিক সংবাদের মফস্বল সম্পাদক মো. আলম হোসেন।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমরা যাতে সত্যের পক্ষে থেকে সাংবাদিকতা করতে পারি। হলুদ সাংবাদিকতা ছাড়তে হবে। সত্য কে সত্য বলতে হবে। সাংবাদিকতায় থেকে ইসলামের প্রচারের কাজ করতে হবে।

এ সময় রূপগঞ্জ, সোনারগাঁও, আড়াইহাজার ও বন্দর উপজেলার‌ অর্ধ-শতাধিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শহীদ

×