
বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় নেসকো বিদ্যুৎ অফিস ঘেরাও
জয়পুরহাটে বিদ্যুৎ বিভাগ নেসকোর গাফিলতির কারণে প্রি-পেইড মিটারের প্রায় ২০০ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় নেসকো বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নেসকো কর্তৃপক্ষ বলছে, ঈদের ছুটি এবং কারিগরি ত্রুটির কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী গ্রাহকরা জানান, ঈদের কয়েক দিন আগে তারা প্রি-পেইড মিটারে টাকা রিচার্জ করেছেন, কিন্তু সেই টাকা মিটারে যোগ হয়নি।
গ্রাহকরা নেসকো অফিসে গেলে কর্তৃপক্ষ তাদের ৬ এপ্রিল টোকেন নিয়ে অফিসে আসতে বলেন, কিন্তু তাতে সমস্যা সমাধান হয়নি। পরবর্তীতে রবিবার সকাল থেকে বেশ কয়েকজন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়, যা নিয়ে তারা অফিসে এসে বিক্ষোভ শুরু করেন।
পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নেসকো কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সায়মা ইসলাম