
ছবি: সংগৃহীত
নরসিংদীর ৯৬ কেজি গাঁজা কেলেঙ্কারির ঘটনায় পুলিশ সুপার কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্ট জমা প্রদান করেছেন এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। রবিবার নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ (প্রশাসন ও অর্থ) দীর্ঘ তদন্ত শেষে নরসিংদীর ডিবি পরিদর্শক কামরুজ্জামান, কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার জাকির হোসেন, নরসিংদী সদর পুলিশ কোর্টের মালখানার অফিসার এস আই (নিরস্ত্র) মো: শামিনুর রহমানসহ ৬ পুলিশের বিরুদ্ধে প্রাথমিকভাবে অপরাধ প্রমাণিত হয়েছে মর্মে রিপোর্ট প্রদান করেন। যাহা পরবর্তী কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করিবেন।
উল্লেখ্য গত ৪ মার্চ নরসিংদীর শিবপুরের একটি লটকন বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬ কেজি গাঁজা উদ্ধার করে নরসিংদী ডিবি পুলিশ। এসকল গাঁজা আদালতের মালখানায় জমা না দিয়ে কিংবা ধ্বংস না করে মাদক বিক্রেতার নিকট বিক্রি করে দেয়ার অভিযোগ ওঠে নরসিংদী ডিবির পরিদর্শক কামরুজ্জামানসহ কয়েক পুলিশের বিরুদ্ধে। পরে ডিবি পরিদর্শক কামরুজ্জামান ও কোর্ট পুুলিশ পরিদর্শক খন্দকার জাকির হোসেনকে প্রথমে নরসিংদী পুলিশ লাইনে ও পরে ডিআইজি ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়। এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কলিমুল্লাহকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
শিহাব