ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সমবায় সমিতি থেকে তিন হাজার কোটি টাকা উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ, একজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ও মাদারগঞ্জ

প্রকাশিত: ১৮:৩২, ৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:৩৭, ৬ এপ্রিল ২০২৫

সমবায় সমিতি থেকে তিন হাজার কোটি টাকা উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ, একজনের মৃত্যু

ছবি: জনকণ্ঠ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিভিন্ন সমবায় সমিতিতে আমানত রাখা প্রায় ৫০ হাজার গ্রাহকের তিন হাজার কোটি টাকা উদ্ধারের দাবিতে আবারও বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী আমানতকারীরা। রবিবার সকালে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা একটি মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় ও ফায়ার সার্ভিস এলাকায় গিয়ে রশি টেনে ঢাকা-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন।

এ সময় মাদারগঞ্জে দায়িত্বরত সেনা সদস্যরা বিক্ষুব্ধ জনতাকে সড়ক থেকে সরে যেতে বললেও তারা তা উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যান। একপর্যায়ে সেনা সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় বিক্ষোভে যোগ দিতে আসা ফাতেমা বেগম (৬৫) নামের এক নারী আমানতকারীর মৃত্যুর অভিযোগ ওঠে। তিনি উপজেলার গুনারিতলা ইউনিয়নের ভাংবাড়ি এলাকার আবুল হাশেমের স্ত্রী।

জানা গেছে, মাদারগঞ্জে বিভিন্ন নামে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক সমবায় সমিতি উপজেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধনপ্রাপ্ত। এর মধ্যে উল্লেখযোগ্য সমিতিগুলো হলো: আল-আকাবা বহুমুখী সমবায় সমিতি, শতদল বহুমুখী সমবায় সমিতি, স্বদেশ বহুমুখী সমবায় সমিতি, নবদ্বীপ বহুমুখী সমবায় সমিতি এবং জনতা শ্রমজীবী সমবায় সমিতি। এসব সমিতিতে বিভিন্ন পেশার প্রায় ৫০ হাজার গ্রাহক প্রায় তিন হাজার কোটি টাকা আমানত রেখেছেন।

বিক্ষোভ সমাবেশে ‘টাকা উদ্ধার কমিটি’র আহ্বায়ক শিবলুল বারী রাজু বলেন, “যতক্ষণ পর্যন্ত সমিতি সংশ্লিষ্ট ২০ জনকে গ্রেপ্তার করা না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো আলোচনা হবে না। তাদের গ্রেপ্তার করে আমাদের জানালে আমরা আলোচনায় বসব। প্রশাসন শুধু একজনকে গ্রেপ্তার করেই দায় শেষ করেছে। এটা আমাদের সঙ্গে প্রতারণা। আমরা এই আন্দোলন চালিয়ে যাব, যতক্ষণ না এসপি ও ডিসি উপস্থিত থেকে আমাদের কাছে অঙ্গীকারাবদ্ধ হন।”

বক্তব্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, টাকা উদ্ধার কমিটির সদস্য সোনা মোল্লা, ভুক্তভোগী আমানতকারী আসমা বেগমসহ অনেকে। বক্তারা ২৩টি সমবায় সমিতির পরিচালকদের ছবি সম্বলিত একটি ব্যানার সামনে রেখে দ্রুত তাদের আইনের আওতায় এনে গ্রাহকদের আমানতের টাকা ফেরতের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

নারী আমানতকারীর মৃত্যুর বিষয়ে জানতে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুনের মোবাইলে একাধিকবার কল ও খুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

সায়মা ইসলাম

×