
চলাচলে জাতীয় নীতিমালা, টোল ফ্রিসহ পাঁচ দফা দাবিতে যশোরে এ্যাম্বুলেন্স র্যালি ও মানববন্ধন করেছে জেলা এ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। আজ রবিবার দুপুরে যশোর জেনারেল হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্স র্যালি শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে শেষে ৫ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছে এ্যাম্বুলেন্সের মালিক ও চালক কর্মচারিরা। এসময় বক্তব্য দেন জেলা এ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি আজাদ হোসেন, সাধারণ হিরক হোসেন, সহ সভাপতি আব্দুর রাজ্জাক ও শেখ হাফিজ উল্লাহ।
বক্তরা বলেন, এ্যাম্বুলেন্স চলাচলে নানা জটিলতা থাকায় এবং জাতীয়ভাবে কোনো নীতিমালা প্রণীত না হওয়ায় মালিক চালকরা হয়রানির শিকার হচ্ছেন। একইভাবে সাধারণ মানুষও কাঙ্ক্ষিত সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। বিভিন্ন দুর্যোগসহ অনেক বাধা-বিপত্তি সত্ত্বেও আমরা এ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে মানবতার সেবায় ভূমিকা রেখে যাচ্ছি। আমরা ভবিষ্যতেও দেশ ও জাতির প্রয়োজনে সব সময় পাশে থাকতে চাই। আমরা যেন আমাদের সব সেবা দেওয়া অব্যাহত রাখতে পারি, সেজন্য এ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ৫ দফা দাবি বাস্তবায়ন খুবই জরুরি।
তাদের অন্যান্য দাবিগুলো হলো, এ্যাম্বুলেন্স আয়করমুক্ত অথবা বাণিজ্যিক রেজিস্ট্রেশন, দেশের সব রাস্তা ও সেতুতে প্রধানমন্ত্রী ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন, এ্যাম্বুলেন্সে আট সিটের আসন অনুমোদন এবং সব হাসপাতালে এ্যাম্বুলেন্স পার্কিং সুবিধা নিশ্চিত করা। পাঁচ দফা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানান বক্তরা। একই সাথে তাদের দাবি মানা না হলে আগামি ১২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে এ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকার কর্মসূচি ঘোষণা করেন নেতৃবৃন্দ।'
রাজু