ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

গাজীপুরে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু, আহত ৪

স্টাফ রিপোর্টর, গাজীপুর

প্রকাশিত: ১৮:০৪, ৬ এপ্রিল ২০২৫

গাজীপুরে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু, আহত ৪

ছবি: জনকণ্ঠ

গাজীপুরে মশার কয়েল থেকে বসতবাড়িতে লাগা আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাড়ির মালিক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আগুন নেভাতে গিয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীসহ অন্তত ৪ জন আহত হয়েছে। আগুনে পুড়ে সেই ঘরে রাখা দুটি ছাগলও মারাগেছে। রবিবার ভোর রাত ২টার দিকে মহানগরের চতর শিমুলতলী’র এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট (এটিআই) পুনর্বাসন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

নিহতের নাম মোবারক হাওলাদার (৬৫)। আহতরা হলেন- বৃদ্ধের ছেলে মাসুম, মেয়ে রোজিনা, জামাতা রুবেল ও প্রতিবেশী হোসেন।

নিহত মোবারক হাওলাদরের মেয়ে রোজিনা জানান. শনিবার দিবাগত রাত ২টার দিকে প্রতিবেশীদের ডাকচিৎকারে তার ঘুম ভাঙে। এসময় তিনি দেখেন তার পাশের ঘরে আগুন ছড়িয়ে পড়েছে। তার বাবা, মা, ভাই সহ প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করছে। আগুনের কারণে বাড়ির পানির সোর্স অবরুদ্ধ হয়ে পড়ে। অপর দিকে আগুনে ঘরের বিদ্যুতের তার ও মিটার পুড়ে গিয়ে টিনের ঘর পুরোটা বিদ্যুতায়িত হয়ে যায়। তার বাবা মোবারক হাওলাদার পাশের ঘরের টিন খুলে পানির সন্ধানে বাথরুমে প্রবেশ করলে সেখানে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বিদ্যুতের লাইন বন্ধ করে প্রতিবেশীদের সহযোগীতায় প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নেভানো হয়। আগুন নেভানোর পর মোবারক হাওলাদারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভায়রা সারোয়ার হোসেন জানান, টিনশেড এই ঘরটিতে এক অংশে রান্নার জ্বালানী সংগ্রহ করে রাখা ছিল, অপর অংশে দুটি ছাগল ছিল। ছাগল গুলোকে মশার উৎপাত থেকে রক্ষা করতে ঘরের ভিতর নিয়মিত মশার কয়েল জ্বালানো হতো। কয়েলের আগুন থেকে ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। আগুনে ঘরের আসবাবপত্র, একটি ফ্রিজ, টিভিসহ মুল্যবান সমাগ্রী পুড়ে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

শহীদ

×