
ছবি: সংগৃহীত।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের গুচ্ছগ্রাম এলাকায় কার্বোলিক এসিড পান করে কেয়া আক্তার (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।
রবিবার (৬ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। কেয়া ওই গ্রামের বাসিন্দা কামাল হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেয়া তার বাবার কাছে কিছু টাকা চেয়েছিল। কিন্তু টাকা না পেয়ে অভিমানে সে ঘরে রাখা সাপ তাড়ানোর জন্য ব্যবহৃত কার্বোলিক এসিড পান করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
সায়মা ইসলাম