ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

মাদারগঞ্জে সমবায় সমিতির প্রতারক পরিচালকদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ 

কাওসার সৌরভ, জামালপুর

প্রকাশিত: ১৭:৪৭, ৬ এপ্রিল ২০২৫

মাদারগঞ্জে সমবায় সমিতির প্রতারক পরিচালকদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ 

ছবি: জনকণ্ঠ

জামালপুরের মাদারগঞ্জে ৩৫ হাজার গ্রাহকের প্রায় তিন হাজার কোটি টাকা ফেরত ও সমবায় সমিতির প্রতারক পরিচালকদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ, ঝাড়–মিছিল, থানা ও সড়ক অবরোধ করেছে ভুক্তভোগী গ্রাহকেরা। রবিবার দিনব্যাপী মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটির ব্যানারে এই কর্মসুচি পালন করছে ক্ষতিগ্রস্থ গ্রাহকরা।

রবিবার সকালে উপজেলার বালিজুড়ী বাজারের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কয়েক হাজার গ্রাহক সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটির আহবায়ক শিবলুল বারী রাজু, উপজেলা বিএনপি সদস্য ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, সহায়ক কমিটির সদস্য সোনা মোল্লা, ভুক্তভোগী আমানতকারী আসমা বেগম, লিয়াকত আলী, সাদ্দাম হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা বলেন, মাদারগঞ্জে ভিক্ষুক থেকে শুরু করে প্রবাসী, অবসরপ্রাপ্ত চাকুরিজীবী, ছাত্র-শিক্ষক, গৃহিনী, স্কুল-মাদ্রাসা-মসজিদের তহবিলসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাদের সারাজীবনের সঞ্চিত অর্থ এসব সমবায় সমিতিতে আমানত হিসেবে রাখে। শুরুর দিকে কিছু মুনাফা দিলেও গেলো কয়েক বছর ধরে কোন কিছুই দিচ্ছেনা, বার বার আমানতের টাকা ফেরত চাইলেও টালবাহানা করছে। অনেকেই টাকা না পেয়ে আত্মহত্যা করেছে, অনেক নারীর সংসার ভেঙ্গে গেছে, অনেকে পাগলপ্রায়। 

সমবায় সমিতিতে টাকা জমা থাকলেও অর্থাভাবে অনেক মানুষ চিকিৎসা করাতে পারছেনা। মামলা দায়ের ও গ্রেফতারী পরোয়ানা জারী হলেও প্রশাসন আসামীদেরকে গ্রেফতার করছে না। সমবায় সমিতিতে নিজেদের আমানতকৃত অর্থ ফেরত পেতে প্রশাসনের দ্বারস্থ হলেও রহস্যজনক কারনে কোন সহায়তা করছে না। উল্টো অর্থ আত্মসাতকৃত সমবায় সমিতির পক্ষেই কাজ করছে তারা। ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেফতার ও আমানত ফেরত দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগীরা।

বিক্ষোভ সমাবেশ শেষে দুপুরে ঝাড়ু মিছিল বের করে ভুক্তভোগীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদারগঞ্জ মডেল থানার সামনে গিয়ে শেষ। এ সময় থানার প্রধান ফটক ও জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারী গ্রাহকরা। কর্মসুচিতে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার সময় ফাতেমা বেগম নামে এক গ্রাহকের স্ট্রোকে মৃত্যু হলে ভুক্তভোগী গ্রাহকদের মাঝে ব্যাপক উত্তেজনা দেখা যায়। সড়কে অবস্থান নেয়ায় মাদারগঞ্জ শহরের সাথে জেলার যোগাযোগ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। আন্দোলন সফল করতে যেকোনো পরিবেশ-পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত ক্ষতিগ্রস্থ গ্রাহকরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কর্মসুচি চলছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, সমিতিগুলোর গ্রাহকেরা থানার সামনে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে থানার সামনের জামালপুর-মাদারগঞ্জ সড়কটিও তারা অবরোধ করেছেন। সড়কটি ছেড়ে দেওয়ার জন্য তাদের সাথে কথাবার্তা চলছে।

শহীদ

×