ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

বিসিএস সিলেবাসে আসছে পরিবর্তন, নতুন সিলেবাসে যা যা থাকছে

প্রকাশিত: ১৪:৫৯, ৬ এপ্রিল ২০২৫

বিসিএস সিলেবাসে আসছে পরিবর্তন, নতুন সিলেবাসে যা যা থাকছে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ৪৮তম বিসিএস থেকে পরিবর্তিত সিলেবাস চালু হতে পারে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে।

পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জানান, “বিসিএসের সিলেবাস আধুনিক ও সময়োপযোগী করতে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে কাজ করছে একটি বিশেষ কমিটি। তাদের সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”

কী ধরনের পরিবর্তন আসছে?

জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী, বিসিএসের লিখিত পরীক্ষায় ছয়টি আবশ্যিক বিষয় যুক্ত হতে পারে। বর্তমান কাঠামো আরও আধুনিক ও দক্ষতা-ভিত্তিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

পিএসসির নবম সভায় গঠিত পাঁচ সদস্যের একটি কমিটি সিলেবাস পরিবর্তনের দায়িত্ব পেয়েছে। এই কমিটির আহ্বায়ক পিএসসির একজন সদস্য। ইতোমধ্যে একবার বৈঠক হয়েছে, তবে নতুন সদস্য যুক্ত হওয়ায় কমিটিকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

৪৭তম বিসিএস আগের নিয়মেই

পিএসসি জানিয়েছে, ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন শেষ হওয়ায় এই পরীক্ষায় সিলেবাসে কোনো পরিবর্তন আসবে না। নতুন সিলেবাস চালু হবে ৪৮তম বিসিএস থেকেই।

বর্তমান সিলেবাসে কী আছে?

৩৫তম বিসিএস থেকে যে সিলেবাস চালু আছে, তা অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষায় মোট ২০০ নম্বরের প্রশ্ন হয় ১০টি বিষয়ে:

বাংলা ভাষা ও সাহিত্য

ইংরেজি ভাষা ও সাহিত্য

বাংলাদেশ বিষয়াবলি

আন্তর্জাতিক বিষয়াবলি

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

সাধারণ বিজ্ঞান

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

গাণিতিক যুক্তি

মানসিক দক্ষতা

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন


এর আগে মাত্র চারটি বিষয়ে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হতো।

লিখিত ও ভাইভা ধাপ

প্রিলিমিনারিতে উত্তীর্ণরা ৯০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নেন। সাধারণ ক্যাডারের জন্য বিষয়গুলো হলো:

বাংলা

ইংরেজি

বাংলাদেশ বিষয়াবলি

আন্তর্জাতিক বিষয়াবলি

গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা

সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি


যাঁরা উভয় ক্যাডার (জেনারেল ও প্রফেশনাল) চান, তাঁদের জন্য পেশাগত বিষয়ের অতিরিক্ত ২০০ নম্বর যোগ হয়। সবশেষে ভাইভা হয় ১০০ নম্বরের

কানন

×