ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

জমি নিয়ে সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩

প্রকাশিত: ১৪:৩১, ৬ এপ্রিল ২০২৫

জমি নিয়ে সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মসজিদের খতিব ও এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে কুতুপালং পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উখিয়া কুতুপালং মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন (৪০), আব্দুল মান্নান (৩৫) এবং শাহিনা বেগম (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের কারণে উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাত এবং হামলায় নিহত হন মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন, জামায়েত নেতা আব্দুল মান্নান এবং শাহিনা বেগম।

বর্তমানে নিহতদের মরদেহ উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

শিহাব

×