
বৈশাখকে সামনে রেখে বরিশালের পাইকারী মোকামগুলোতে ইলিশ মাছের চরম আকাল দেখা দিয়েছে। যা পাওয়া যাচ্ছে তার দাম অনেকটাই ঊর্ধ্বমুখী। তার ওপর বড় (দেড় কেজি) সাইজের ইলিশের আমদানি নেই দক্ষিণাঞ্চলের অন্যতম মোকাম নগরীর পোর্ট রোড বাজারে।
আজ রবিবার (৬ এপ্রিল) সকালে পোর্ট রোডের মেসার্স আকতার মৎস্য আড়তের মালিক ইউসুফ হোসেন বলেন, বর্তমানে জাটকা শিকারের নিষেধাজ্ঞা থাকায় ইলিশ মাছ বাজারে খুব কম। তাই ইলিশ মাছের দামও বেশি। তিনি আরও বলেন, ঈদের পর থেকে পোর্ট রোড বাজারে পঞ্চাশ মন ইলিশ মাছও ওঠেনি। সামান্য পরিসরে যে মাছ আসছে তাই বিক্রি করা হচ্ছে।
খুচরা বাজারে এক কেজি দুইশ’ গ্রাম সাইজের ইলিশ মাছ প্রতি মন এক লাখ ১৫ হাজার টাকা দরে বিক্রি করা হচ্ছে। এক কেজি সাইজের ইলিশ মাছের মন এক লাখ পাঁচ হাজার, এলসি সাইজ মাছের প্রতিমন ৯২ হাজার, আধা কেজি সাইজ ওজনের মাছ ৫৫ হাজার টাকা দরে বিক্রি হয়েছে।
পোর্ট রোড বাজারের ব্যবসায়ী জহির সিকদার বলেন, বাজারে যে মাছ পাওয়া যাচ্ছে তা স্থানীয় চাহিদা মেটানো সম্ভব নয়। এখন যে দামই থাকুক না কেন পহেলা বৈশাখকে ঘিরে ইলিশের দাম আরও বৃদ্ধি পাবে। যেকারণে এখনই ইলিশ মাছের সংকট দেখা দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ইলিশ মাছ ক্রয় করতে আসা নাজমুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, দাম জিজ্ঞেস করে আমি থ হয়ে গেছি। আধা কেজি ওজনের কম সাইজের ইলিশ মাছ প্রতি কেজি এগারোশ’ টাকা করে বিক্রি করা হচ্ছে। পাল্টা দাম বলারও কোনো সুযোগ নেই, তাই দাম শুনে ইলিশ খাওয়ার সাধ মিটে গেছে।
বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত যেকোনো মাছ শিকার নিষিদ্ধ থাকবে। এছাড়াও বর্তমানে নদীতে ইলিশ মাছ কম আসছে। তাই মাছ কম ধরা পড়ায় দাম বেশি। সামনে জোয়ার আছে; বৃষ্টি পড়লে মাছ পাওয়া যাবে বলেও তিনি জানিয়েছেন।
মুমু