ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ঈদ শেষে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ ॥

প্রকাশিত: ১৩:০৬, ৬ এপ্রিল ২০২৫

ঈদ শেষে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। রবিবার সকাল থেকে যথারীতি আমদানি ও রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে। বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্যতা। রবিবার (৬ এপ্রিল) সকাল থেকে বন্দরটির আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন পানামা পোর্টলিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল। রবিবার ঈদের ছুটি শেষে বাংলাদেশ-ভারতের মধ্যে যথারীতি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে আমদানি পণ্য নিয়ে ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করছে।

সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ (উপ-পরিদর্শক) জামিরুল ইসলাম বলেন, ঈদের ছুটিতে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।"

আফরোজা

×