ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

বাউফলে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী।

প্রকাশিত: ০১:৩৫, ৬ এপ্রিল ২০২৫

বাউফলে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বাউফলের নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (৫এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ডিবি পুলিশ পটুয়াখালী শহর থেকে তাকে গ্রেপ্তার করে। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর কামাল হোসেন বিশ্বাস এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। 

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম কামাল হোসেন বিশ্বাসকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পটুয়াখালী শহর থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। বর্তমানে তিনি বাউফল থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, এমন প্রশ্ন করলে ওসি তদন্ত সরাসরি কোন উত্তর দেননি। রবিবার সকালে তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

রিফাত

আরো পড়ুন  

×