ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

ছাত্রদল নেতার উপর দুর্বৃত্তদের হামলা, আহত ৬

মাহফুজ মন্ডল, বগুড়া

প্রকাশিত: ০১:২৫, ৬ এপ্রিল ২০২৫

ছাত্রদল নেতার উপর দুর্বৃত্তদের হামলা, আহত ৬

ছবি: প্রতীকী

বগুড়া শহরের রেল স্টেশন এলাকায় শনিবার (৫ এপ্রিল) রাত ৯ টার দিকে দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় জেলা ছাত্রদলের এক নেতাসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক যোবায়ের ওরফে সাদিক, শাখা ছাত্রদলের নেতা সাইফুল ইসলাম, রিফাত, আরমান, শুভ ও হাসান রয়েছেন। তাদের মধ্যে যোবায়ের ও সাইফুলের অবস্থা আশঙ্কাজনক বলে মেডিকেল সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদল নেতারা একটি দলীয় বৈঠক শেষে রেলস্টেশন এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ করে ৮-১০ জনের একটি মুখোশধারী সন্ত্রাসী দল লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। হামলার পর হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আশপাশের এলাকায় অভিযান চালায়।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঈন উদ্দীন বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে রাজনৈতিক পূর্ববিরোধ বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তদন্ত শুরু করা হয়েছে।”

এদিকে এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা হামলার বিচার ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে বগুড়ায় একের পর এক রাজনৈতিক হামলার ঘটনায় সাধারণ মানুষের মাঝেও উদ্বেগ দেখা দিয়েছে।

এম.কে.

আরো পড়ুন  

×