ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

অতিরিক্ত ভাড়া যাত্রীদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করল সেনাবাহিনী

নিজস্ব সংবাদদাতা, সাভার

প্রকাশিত: ০০:৫৩, ৬ এপ্রিল ২০২৫

অতিরিক্ত ভাড়া যাত্রীদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করল সেনাবাহিনী

ছবিঃ সংগৃহীত

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরা ছয়টি বাসের যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে সেনাবাহিনীর সদস্যরা। সেইসঙ্গে বাসগুলোর মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (০৫ এপ্রিল) রাতে উত্তরা আর্মি ক্যাম্প এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে একই দিন রাজধানীর আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উত্তরা আর্মি ক্যাম্প।

সেনাবাহিনী জানায়, এদিন রাজধানীর ওই এলাকায় ঢাকাগামী দূরপাল্লার আন্তঃজেলা বাসগুলোতে তল্লাশি চালায় সেনাবাহিনীর সদস্যরা। এ সময় সৌখিন এন্টারপ্রাইজ, লিমন এক্সপ্রেস, ইউনিটি পরিবহন ও দেশ ট্রাভেলস এর ছয়টি বাসের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি শনাক্ত করা হয়। পরে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফিরিয়ে দেওয়া ও বাস মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

সেনাবাহিনী আরও জানায়, অতিরিক্ত ভাড়া রোধে এবং যাত্রীদের সুন্দরভাবে যাতায়াত নিশ্চিত করতে সেনাবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইমরান

×