
ভুক্তভোগী পরিবারের বর্ণনা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল হোতা আব্দুর রহিমকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে তাকে আটক করা হয়।
জানা গেছে, গত ২ এপ্রিল রাতে আটমুল ইউনিয়নের দাসপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুর রহিমের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ দল হিন্দু পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে অভিযুক্তরা গা ঢাকা দেয়। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আব্দুর রহিমকে গ্রেফতার করে।
ডিবি পুলিশের ওসি মো. শফিকুল ইসলাম বলেন, “আব্দুর রহিম হামলার পরিকল্পনাকারী ও সরাসরি নেতৃত্বদাতা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।” গ্রেফতারকৃত আব্দুর রহিমকে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় এখনও কিছুটা আতঙ্ক বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
রাজু