ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর

প্রকাশিত: ২৩:৩৭, ৫ এপ্রিল ২০২৫

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত

ঈদের ছুটি শেষে বাড়ি থেকে কর্মস্থলে ফেরার পথে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার রাতে ঢাকা-বাইপাস সড়কের গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন যোগীতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কুড়িগ্রামের নাগেশ্বরী থানার চন্ডীপুর গ্রামের মো: আব্দুল্লাহর ছেলে মাহবুবুর রহমান বাবু (৪০) ও একই থানার বাটুয়াখানা গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে মো: ওবাইদুল হক (৪৭)। এদের মধ্যে মাহবুবুর রহমান বাবু পেশায় গার্মেন্টস কর্মী এবং ওবাইদুল হক একজন রাজমিস্ত্রি।

জিএমপি’র বাসন থানার ওসি কায়সার আহমেদ ও স্থানীয়রা জানায়, শনিবার ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে একটি মোটরসাইকেল যোগে নারায়নগঞ্জের কর্মস্থলে যাচ্ছিলেন ওই দুইজন। পথে রাত ৮টার দিকে তারা যোগীতলা আন্ডারপাস এলাকায় পৌছলে মোটরসাইকেলটিকে পেছন থেকে একইদিকেগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী দুইজন একই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

ওসি কায়সার আহমেদ আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুইজনের লাশ উদ্ধার করে। তবে ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।    

রাজু

×