ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

বাউফলে সেনা সদস্যকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, বাউফল

প্রকাশিত: ২২:৫১, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:৫৫, ৫ এপ্রিল ২০২৫

বাউফলে সেনা সদস্যকে কুপিয়ে জখম

ছবি: জনকণ্ঠ

বাউফলে ফজলে রাব্বি (২৮) নামের এক সেনা সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার সময় বগা  বন্দরের পালপাড়া রোডে এ ঘটনা ঘটেছে। 

সালমা জাহান নামের আহতের এক স্বজন জানানা, সেনা সদস্য ফজলে রাব্বি  ঈদের ছুটিতে গ্রামের বাড়ি আসেন। বগা বন্দরে তাদের বাসা। ঘটনার  দিন রাত সাড়ে ৮টার দিকে ফজলে রাব্বি  বগা বন্দর থেকে বাসায় যাওয়ার পথে ৫-৭ জন দুর্বৃত্ত তাকে  ডেকে পালপাড়া  সড়কের একটি  রুমে নিয়ে আটকে ফেলে। এরপর তাকে ধারালো অস্ত্রের  মুখে জুয়া খেলতে বলে।  এতে তিনি রাজি না হওয়ার তাকে মাথাসহ শরীরের  বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে।

একপর্যায়ে  ওই সেনা সদস্য  জ্ঞান হারিয়ে ফেললে দুর্বৃত্তরা তার মোবাইল  ও মানিব্যাগ নিয়ে চলে যায়। কিছু সময় পর ওই সেনা সদস্য জ্ঞান  ফিরে আসলে ডাকচিৎকার করেন। এরপর তার স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার  করে বাউফল  সেনা ক্যাম্পে নিয়ে আসেন। এরপর সেখান থেকে তাকে  বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যাওয়া হয়। ফজলে রাব্বি মাওয়া জাজিরা সেনানিবাসে আর্টারী সৈনিক হিসাবে চাকরী করছেন। তার বাবার  নাম মজিবর হাওলাদার।  তবে কারা এ ঘটনা ঘটিয়েছে ওই সেনা সদস্যর স্বজন সালমা জাহান বলতে অপরগতা প্রকাশ করেন।

তবে স্থানীয় সূত্র জানিয়েছে পারিবারিক বিরোধের জের ধরে তার উপর হামলা করা হয়েছে। হামলাকারীরা বিএনপির রাজনীতির সাথে জড়িত। এ ব্যাপারে বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, আমি ঘটনা শুনেছি। তবে কেউ অভিযোগ  করননি।
 

শহীদ

×