
বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা। বিলম্ভে প্রাপ্ত খবরে জানা যায়, গত ২৭ মার্চ রাতে মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের গাজীর ঘাট এলাকার শিকদার মহলে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত আব্দুল হক শিকদার জানান, উপজেলার তেলিগাতি ইউনিয়নের গাজীরঘাট গ্রামে কৃষক আব্দুল হক শিকদারের সঙ্গে প্রতিবেশী ওয়াহিদুল গাজীর দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। বিরোধের জের ধরে ঘটনার দিন গভীর রাতে ওয়াহিদুল গাজী, হোসেন হাজরা, আলাউদ্দিন, সেন্টু, মহিদুল মাস্টার, জামাল শেখ, সুমন শেখ, তারেক রহমান ও সোবান শেখসহ ২০ থেকে ২২ জন ভাড়াটিয়া সন্ত্রাসী এসে আব্দুল হক শিকদার, আব্দুর রব শিকদার ও তার ভাইয়ের বাড়িতে রাতে চড়াও হয়। তারা ঘরের বেড়া কেটে ঢুকে পরিবারের সদস্যদের চোখ, হাত-পা বেঁধে ঘরের বাইরে এনে ভাংচুর, নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুটের পর ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়।ভুক্তভোগী পরিবারের সদস্য সেলিমাবাদ কলেজের ছাত্রী জানান, ‘তারেক, সেন্টু হাজরা, হাসিব গাজী অস্ত্রের মূখে জিম্মি করে আমাকে ও আমার আম্মুকে হাত-পা বেঁধে ঘরের বাইরে বের করে আমাদের ঘরে কাঠের বাক্সে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে ঘরে আগুন দিয়ে সব ছাই করে দিয়েছে। আমি ওদের কাছে বলেছিলাম, আমার কলেজ ব্যাগটি ফিরিয়ে দিতে, আর আমার কিছু চাইনা। ওরা তাও দেয়নি। আমরা এখন খোলা আকাশের নিচে বাস করছি। অমানবিক এ ঘটনার বিচার চাই।’
তবে অভিযুক্ত ওয়াহিদুল গাজী নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘এই ঘটনার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা থাকলে আমি যে কোন কঠিন শাস্তি পেতে রাজী। একটি মহল পরিকল্পিতভাবে আমাকে এ ঘটনায় জড়ানোর চেষ্টা করছে।’ অন্য অভিযুক্তরাও নিজেদের নির্দোষ বলে দাবী করেন।
মোরেলগঞ্জ থানার ওসি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজু