
ছবিঃ সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগতিতে জমি নিয়ে বিরোধের জের ধরে বসতঘর ভাংচুর করে গুঁড়িয়ে দিয়ে ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত (৩রা এপ্রিল) বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। আজ (৫ এপ্রিল) শনিবার এ ঘটনায় প্রতিপক্ষের ৫ জনকে আসামী করে রামগতি থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী মোঃ হাসানুজ্জামান। তিনি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের চরকলাকোপা গ্রামের মৃত হাবিব উল্লার ছেলে।
ভুক্তভোগীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার হারুন বাজার এলাকায় বিগত ৩০ বছর ধরে বসতি স্থাপন করে বসবাস করে আসছিলেন হাসানুজ্জামান। এতে প্রতিপক্ষ রামগতি পৌরসভার সবুজগ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আলি আজগর, আবুল খায়ের, সাইফুর রহমান, হাছিবুর রহমান ও হামিদুর রহমান বসতবাড়ীর ওই জমি তাদের দাবি করে দখলের চেষ্টা চালায়। এর আগে ওই জায়গা নিয়ে আদালতে একটি মামলা হয়। সেই মামলায় ভুক্তভোগী মোঃ হাসানুজ্জামানের পক্ষে রায় হয়। আদালতের এই রায় না মেনে হঠাৎ গত (৩ এপ্রিল) বৃহস্পতিবার আজগর, আবুল খায়ের, সাইফুর রহমান, হাছিবুর রহমান ও হামিদুর রহমানের নেতৃত্বে ২০-৩০ জন দল বেঁধে এসে হাসানুজ্জামানের বসতবাড়ীতে হামলা চালায়। এতে তার বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়ে ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয় এবং বাড়ীর ১২ টি গাছে কেটে ফেলেন। যার মুল্য প্রায় আড়াই লাখ টাকা।
ভুক্তভোগী মোঃ হাসানুজ্জামান বলেন, আলি আজগর, আবুল খায়ের, সাইফুর রহমান, হাছিবুর রহমান ও হামিদুর রহমান দীর্ঘদিন ধরে আমার বসত বাড়ি দখলের চেষ্টা চালিয়ে আসছে। এই জমিটি নিয়ে আদালতে মামলা হয়। রায় তাদের বিপক্ষে যায়। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমার বসতঘর ভাংচুর করে ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। আমার প্রায় আড়াই লাখ টাকার গাছও কেটে ফেলেছে।
ঘটনা অস্বীকার করে অভিযুক্ত আলী আজগর বলেন, কাগজপত্রে জমি আমাদের। আমরা গাছ কাটতে গিয়েছিলাম। হঠাৎ গাছ পড়ে তার বসতঘর ভেঙে গেছে।
রামগতি থানার ওসি মোঃ কবির হোসেন জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ইমরান