ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

শরীয়তপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সেনাসদস্যের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর 

প্রকাশিত: ২১:৩৭, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৪১, ৫ এপ্রিল ২০২৫

শরীয়তপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সেনাসদস্যের মৃত্যু

নিহত সেনাসদস্য আল মামুন

শরীয়তপুর সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আল মামুন (৩০) নামে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৫ এপ্রিল) বিকেলে বালারবাজার-সুবচনী সড়কের নয়ারাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল মামুন ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের বাহেরচর এলাকার বাসিন্দা মৃত আব্দুল মান্নান সরদারের ছেলে। তিনি দীঘিনালা সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন এবং বর্তমানে ২৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সংযুক্ত থেকে ২৪ পদাতিক ডিভিশনের অ্যাড-হক রিক্রুট প্রশিক্ষণ কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে গত বুধবার (২ এপ্রিল) তিনি গ্রামের বাড়িতে আসেন। শনিবার বিকেলে মোটরসাইকেলে করে বাড়ি থেকে জেলা শহরের দিকে যাওয়ার পথে নয়ারাস্তা এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে তার মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজু

×