ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

বাঞ্ছারামপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সোহাইল আহমেদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ২১:১০, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:১০, ৫ এপ্রিল ২০২৫

বাঞ্ছারামপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আলহাজ্ব সিরাজুল ইসলাম প্রতিষ্ঠিত দশদোনা উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত এ দোয়া মাহফিলে পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুল কাইয়ূম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামিল উদ্দিন (জুয়েল)। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন দশম শ্রেণির ছাত্রী তাহমিনা ও তানহা। এ সময় ২০২৪ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও অভিনন্দনপত্র বিতরণ করা হয়।

‌মি‌সেস আমেনা র‌হিম কল্যাণ ট্রাস্ট থেকে ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—স্কয়ার লিমিটেডের এজিএম মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপ‌জেলা বিএন‌পির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (ভিপি) আমিরুল ইসলাম সাজ্জাদ, বাঞ্ছারামপুর সরকারি কলেজের সাবেক ভিপি মো. মজিবুর রহমান, উপজেলা যুবদলের সদস্য মো. মুকুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. রিপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপ‌জেলা যুবদ‌লের আহ্বায়ক হারুনুর রশিদ (আকাশ), ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়ালী আশরাফ, ছাত্রনেতা সবুজ, মনি লালসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইমরান

×