
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ফেসবুকভিত্তিক মানবিক সংগঠন “নবীনগরের আঞ্চলিক কথা”-এর উদ্যোগে ৬টি অসহায় পরিবার নতুন ঘর পেয়েছে। প্রবাসীদের আর্থিক সহায়তায় এবং গ্রুপটির প্রতিষ্ঠাতা রানা জালালের দূরদর্শী নেতৃত্বে এই মহৎ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।
শুধু ঘর নয়, এ পর্যন্ত সংগঠনটি প্রায় ২৬টি অসচ্ছল পরিবারকে পূর্ণাঙ্গ গৃহ নির্মাণ করে দিয়েছে এবং ৬৯টি পরিবারের মাঝে বিতরণ করেছে প্রায় ৬৬ লক্ষ টাকার বেশি সহায়তা। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া মানুষদের সামনে এগিয়ে নেওয়া এবং স্বাবলম্বী করে তোলা।
গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, "এই সফলতা আমাদের সকলের, বিশেষ করে প্রবাসী ভাইদের অবদান অসামান্য। আমরা অন্তর থেকে গরীবদের জন্য দোয়া করি, তাদের পাশে দাঁড়াই। ফেসবুক গ্রুপটি কেবল সামাজিক যোগাযোগের মাধ্যম নয়, এটি এখন সমাজ পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ হাতিয়ার।"
উদ্যোক্তারা আরও জানান, “সরকার যেখানে সুযোগ করে দেয়, সেখানে আমরা ব্যক্তি উদ্যোগে এগিয়ে এসে সমাজে মানবতার ভূমিকা রাখছি। এ ধরনের বিরল কাজ বাংলাদেশে খুব কমই দেখা যায়। আমাদের প্রবাসী ভাইরা তাদের পরিবার-পরিজনের গণ্ডি ছাড়িয়ে সাধারণ মানুষের জন্য এই সহযোগিতা করে যাচ্ছেন, এটি সত্যিই প্রশংসনীয়।”
নবীনগরের মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা এবং মানবিক দায়বদ্ধতা থেকেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। "নবীনগরের আঞ্চলিক কথা" প্রমাণ করেছে যে, একতা ও সদিচ্ছা থাকলে ব্যক্তি উদ্যোগেই সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব।
উল্লেখ্য, এই ঘরগুলো কেবল আশ্রয় নয়, অসহায় মানুষদের জন্য আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। সমাজের অন্যরাও যেন এই উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
ভিডিও দেখুন: https://youtu.be/itTk3XIZ7rs?si=6cD6yMT0jYKXwlRU
এম.কে.