ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

বাগেরহাটে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ২০:৩৬, ৫ এপ্রিল ২০২৫

বাগেরহাটে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই

ছবিঃ সংগৃহীত

বাগেরহাটের কচুয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিপন শেখ (২৬) নামের এক যুবককে গাছের সাথে ঝুলিয়ে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে ওই যুবককে হেফাজতে নেয় কচুয়া থানা পুলিশ। 

শুক্রবার (৪ এপ্রিল) রাতে কচুয়া উপজেলার বাঁধাল ইউনিয়নের রঘুদত্তকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (০৫ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে আটক যুবককে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটক রিপন শেখ রঘুদত্তকাঠী এলাকায় আলতাফ শেখের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে একটি ভুট্টা খেতে শিশুটির কান্না শুনতে পায় তার বাবা। যেয়ে দেখে রিপন তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করছে। পরে স্থানীয়দের সাথে নিয়ে রিপনকে ধরে ফেলে তারা। এলাকাবাসী রিপনকে ধরে গাছের সাথে পা ঝুলিয়ে গণধোলায় দেয়। পরে পুলিশ রিপনকে নিজেদের হেফাজতে নেয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল আলম বলেন, শিশুর পিতা রিপনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ইমরান

×