ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

প্রকাশিত সংবাদে নরসিংদী-৪ আসনের সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুলের প্রতিবাদ

প্রকাশিত: ২০:৩৬, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:৩৭, ৫ এপ্রিল ২০২৫

প্রকাশিত সংবাদে নরসিংদী-৪ আসনের সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুলের প্রতিবাদ

গত ৫  এপ্রিল ২০২৫ খ্রি. তারিখে আপনার বহুল প্রচলিত ও জনপ্রিয় দৈনিক জনকণ্ঠ  পত্রিকার শীর্ষ সংবাদ ''যারা সংস্কার চাইবে তাদের হাত ভেঙ্গে দেওয়া হবে" শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল।

প্রতিবাদ লিপিতে তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদে আংশিক প্রকাশ করা হয়েছে আমি সংস্কার করলে হাত ভেঙ্গে দেওয়া হবে এমন কোন কথা বলি নাই।

বর্তমানে এই সংবাদটি নিয়ে যে অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি আমার রাজনৈতিক ক্ষতি করার জন্য। এমন তথ্য পরিবেশন করে জাতিকে বিভ্রান্ত না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করছি ও প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।

×