
ছবি: জনকণ্ঠ
পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে টানা আট দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) সকালে ভারতে মাছ রফতানির মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম আবারও শুরু হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত তিনটি বিলে কেজি প্রতি আড়াই ডলারে ৪১৬৫৮ কেজি মাছ ভারতে রপ্তানি হয়। যার মূল্য ১০৪১৪৫ ডলার যা দেশীয় মুদ্রায় ১ কোটি ২৭ লাখ ৫ হাজার ৬৯০ টাকা।
আখাউড়া স্থলবন্দর মাছ রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, গত ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত টানা আট দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল। শনিবার মাছ রপ্তানির মাধ্যমে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। এ দিন এম, এস সেন্সচুরি প্লাস এবং এম, এস,কর্পোরেশন দুটি প্রতিষ্ঠান আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি করে।
আখাউড়া স্থলবন্দরের (অতিরিক্ত) সহকারী রাজস্ব কর্মকর্তা চিন্ময় শর্মা বলেন, স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম ৮ দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিনটি বিলে ১৩ টি ট্রাকে করে ৪১৬৫৮ কেজি মাছ ভারতে রপ্তানির হয়।
শহীদ