ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

বগুড়ার কৈগাড়ীতে অগ্নিকাণ্ডে নিঃস্ব তিন বিধবার পরিবার

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

প্রকাশিত: ১৯:৩৬, ৫ এপ্রিল ২০২৫

বগুড়ার কৈগাড়ীতে অগ্নিকাণ্ডে নিঃস্ব তিন বিধবার পরিবার

ছবি: সংগৃহীত

বগুড়া শহরের কৈগাড়ী পূর্বপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন বিধবা নারীর ঘরবাড়ি ও সহায়-সম্বল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৫ এপ্রিল) দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা ফায়ার সার্ভিসের।

ক্ষতিগ্রস্ত আমেনা বেগম, সাফিয়া বেগম ও হামিদা বেগম অন্যের জমিতে ছোট্ট ঘর তুলে বাস করতেন। তাদের ঘরে থাকা সবকিছু ফার্নিচার, জামাকাপড়, টাকা সব পুড়ে গেছে। আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন স্থানীয়রা।

ফায়ার সার্ভিস জানায়, সময়মতো পৌঁছেও ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সৌভাগ্যবশত কোনো প্রাণহানি হয়নি। এখন খোলা আকাশের নিচে দিন কাটছে পরিবারগুলোর। স্থানীয়রা তাদের পাশে দাঁড়াতে প্রশাসন ও সমাজের সহৃদয় ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আসিফ

×