
গ্রামের ১০০ জন বিএ পাস গুণীজন কে সংবর্ধনা দিয়েছে ফরিদপুরের ভাঙ্গার জানদী গ্রামবাসী। “ঘরে ঘরে বি এ পাস, সুখে থাকবো বারোমাস” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুর জেলার অন্তর্গত ভাঙ্গা উপজেলার জানদী গ্রামের ১০০ জন উচ্চ শিক্ষিত ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করল জানদী গ্রামে প্রতিষ্ঠিত সংগঠন “শিক্ষাই মোদের হাতিয়ার"।
শুক্রবার ৪ এপ্রিল সারাদিনব্যাপী দুই ভাগে জানদী গ্রামে অনুষ্ঠিত হলো এই শতাধিক ডিগ্রি পাশ গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানটি দুইটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্ব শুরু হয় সকাল ১০ টায়, প্রথম পর্বের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার সমাজসেবা অফিসার মমিনুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. খাইরুল বাশার সহকারী অধ্যাপক মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং গিয়াস উদ্দিন প্রধান শিক্ষক হামিরদি পাইলট উচ্চ বিদ্যালয়, কবি আবু জাফর দিলু, সভাপতি পল্লীকবি জসীমউদ্দীন পরিষদ ফরিদপুর, আব্দুর রশিদ মিয়া সাবেক চেয়ারম্যান তুজারপুর ইউনিয়ন পরিষদ, এ্যাডভোকেট আব্দুল মান্নান বিশিষ্ট আইনজীবী সহকারী জজ আদালত ভাঙ্গা, মেজবাউদ্দিন খান প্রধান শিক্ষক কাজী অলিউল্লাহ উচ্চ বিদ্যালয়, মো তানিম শিক্ষক ফুকুর হাটি একতা মাধ্যমিক বিদ্যালয়, আলমগীর তালুকদার এম এস সি সাবেক ম্যানেজার কাফকো।
প্রথম পর্বের সভাপতিত্ব করেন শিক্ষাই মোদের হাতিয়ার এর সহ-সভাপতি রফিকুল আলম সহ-সভাপতি শিক্ষাই মোদের হাতিয়ার।
দ্বিতীয় পর্ব শুরু হয় বিকাল তিনটা থেকে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এ মান্নান ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম অহিদ, আজম আলী খান প্রিন্সিপাল ফুকুরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসা, মোঃ হায়দার হোসেন প্রধান শিক্ষক ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। মোঃ সাদেক আলী প্রধান শিক্ষক গঙ্গাধরদী উচ্চ বিদ্যালয়। অলিউর রহমান চেয়ারম্যান তুজারপুর ইউনিয়ন পরিষদ, মোঃ শামসুল আলম প্রধান শিক্ষক তুজারপুর শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কবি অ্যাডভোকেট নুরুল ইসলাম চৌধুরী নান্নু।
অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন জনদী গ্রামের দানবীর খ্যাত হাজী মোহাম্মদ চুন্নু চৌধুরী, আব্দুল ওহাব মিয়া, আরিফুল ইসলাম, ফারুক চৌধুরী, মিল্টন চৌধুরী, রফিকুল ইসলাম, মোঃ আমিরুল ইসলাম, মোঃ ফিরোজ মন্ডল, এরশাদুর রহমান, মোঃ কামরুজ্জামান জাহিদ সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, জানদী বাংলাদেশের এমন একটি গ্রাম যেখানে শিক্ষিত গ্রামবাসীকে সম্মানিত করা হলো। সত্যিই এটি একটি ব্যতিক্রমী আয়োজন। এর পাশাপাশি এলাকার সকল মানুষকে এগিয়ে আসতে হবে দেশকে সকল প্রকার অন্যায় অত্যাচার এবং অবিচার থেকে রক্ষা করতে হবে। এলাকার সকলকে সম্মিলিতভাবে দেশের জন্য কাজ করতে হবে।
শিক্ষাই মোদের হাতিয়ার সংগঠনটির সভাপতি কবি অ্যাডভোকেট নুরুল ইসলাম চৌধুরী নান্নু এবং সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মিয়া জানান, এলাকার যে অসহায় মানুষ আছে তাদের পাশেই সংগঠনটি দাঁড়াবে এবং স্থানীয় প্রত্যেকটি মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করাই হচ্ছে আমাদের সংগঠনের মূল লক্ষ্য এবং যারা অসুস্থ আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং যারা শিক্ষা দীক্ষায় এগিয়ে আসছে তাদেরকে দেশের বিভিন্ন কাজে অংশগ্রহণ করানোর মাধ্যমে আমাদের এই সংগঠনের কাজ চলমান থাকবে বলে তারা জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জানদী গ্রামের কৃতি সন্তান শেখ নুরুল এবং সম্পা চৌধুরী।
রাজু