ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

অতিরিক্ত ভাড়া আদায়ে অভিযুক্ত, তিন পরিবহনকে জরিমানা

জয়পুরহাট জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩০, ৫ এপ্রিল ২০২৫

অতিরিক্ত ভাড়া আদায়ে অভিযুক্ত, তিন পরিবহনকে জরিমানা

অতিরিক্ত ভাড়া আদায়ের লক্ষে জয়পুরহাটে জেলা প্রশাসনের অভিযানে  তিনটি পরিবহনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

শনিবার (৫ এপ্রিল) বিকেল থেকে সন্ধা পর্যন্ত জয়পুরহাট শহরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ। এসময় সাথে ছিলেন বিআরটিএ'র মোটরযান পরিদর্শক রাম কৃষ্ণ পোদ্দার।

অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে শাহ ফতেহ আলী পরিবহনকে ৫ হাজার, রকি পরিবহনকে ৫ হাজার ও আহাদ পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  আব্দুর রউফ বলেন, ঈদের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটি'র বিশেষ অভিযান পরিচালনা করে বেশি ভাড়া নেওয়ার অপরাধে এই তিনটি পরিবহনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 
তিনি বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, যদি কোন পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করে আমরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব। 

 

রাজু

×