
অতিরিক্ত ভাড়া আদায়ের লক্ষে জয়পুরহাটে জেলা প্রশাসনের অভিযানে তিনটি পরিবহনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (৫ এপ্রিল) বিকেল থেকে সন্ধা পর্যন্ত জয়পুরহাট শহরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ। এসময় সাথে ছিলেন বিআরটিএ'র মোটরযান পরিদর্শক রাম কৃষ্ণ পোদ্দার।
অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে শাহ ফতেহ আলী পরিবহনকে ৫ হাজার, রকি পরিবহনকে ৫ হাজার ও আহাদ পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ বলেন, ঈদের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটি'র বিশেষ অভিযান পরিচালনা করে বেশি ভাড়া নেওয়ার অপরাধে এই তিনটি পরিবহনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, যদি কোন পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করে আমরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
রাজু