ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

হিযবুল্লাহর নায়েবে আমিরের বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৯:১৩, ৫ এপ্রিল ২০২৫

হিযবুল্লাহর নায়েবে আমিরের বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের অভিযোগ

ছবি: জনকণ্ঠ

বরিশাল নগরীর রূপাতলী এলাকায় আমেরিকা প্রবাসী চাচাতো ভাইয়ের ক্রয়কৃত সম্পত্তিতে মাদ্রাসা প্রতিষ্ঠা করে পুরো জমি দখলের অভিযোগ উঠেছে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমির মাওলানা মির্জা নুরুর রহমান বেগ ও তার অপর ভাইদের বিরুদ্ধে। 

এমনকি যার জমিতে প্রতিষ্ঠিত মসজিদ ও মাদ্রাসা সেখানে তাদের ঢুকতে পর্যন্ত দেওয়া হচ্ছেনা। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


আজ শনিবার বিকেলে অভিযোগপ্রাপ্তির সত্যতা স্বীকার করে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

জমির মালিক আমেরিকা প্রবাসী মির্জা আবু জাফর বেগের ভাইয়ের ছেলে মো. আসাদুজ্জামানের দায়ের করা লিখিত অভিযোগে জানা গেছে, নগরীর রূপাতলী এলাকায় মির্জা আবু জাফর বেগের ক্রয়কৃত ৪৫ শতক জমিতে ইসলামিক প্রতিষ্ঠান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই মোতাবেক ইসলাম প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চাচাতো ভাই এনায়েতুর রহমানের নামে ইবতেদায়ী মাদ্রাসা ও একটি মসজিদের সমন্বয়ে ‘এনায়েতুর রহমান কমপ্লেক্স’ প্রতিষ্ঠা করা হয়। 

এরপর ২০০৪ সাল থেকে ওই প্রতিষ্ঠানের দেখভাল করে আসছেন এনায়েতুর রহমানের ছেলে মির্জা নুরুর রহমান বেগ। পরবর্তীতে আমেরিকা প্রবাসী মির্জা আবু জাফর বেগ ১৫ শতক জমি ক্রয় করার জন্য চাচাতো ভাইদের কাছে টাকা দিলেও তারা কৌশলে প্রবাসীর নামে দলিল না করে প্রতিষ্ঠানের নামে দলিল করেছেন।


থানায় দায়ের করা আসাদুজ্জামানের অভিযোগে আরও জানা গেছে, প্রতিষ্ঠান পরিচালনার জন্য আমার চাচা আবু জাফর বেগ আমেরিকা থেকে বিপুল পরিমান অর্থ সহায়তা প্রদান করে আসছেন। কিন্তু নুরুর রহমান বেগ ও তার ভাইয়েরা মসজিদ মাদ্রাসার নামে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে আত্মসাত করে আসছেন। তারা এনায়েতুর রহমানের নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ইতোমধ্যে ব্যাপক দুর্নাম ছড়িয়েছেন।


আজ শনিবার দুপুরে মো. আসাদুজ্জামান বলেন, আমার চাচা আমেরিকা থাকলেও অতিসম্প্রতি প্রতিষ্ঠান ভালোভাবে পরিচালনার জন্য ২২ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠণ করে দিয়েছেন। আমাকে সেই কমিটির সভাপতি করা হয়েছে। চাচা আবু জাফর বেগের দেওয়া দায়িত্বপ্রাপ্ত হয়ে তার প্রতিষ্ঠানে আসলে দখলকারীরা বিভিন্ন ধরণের হুমকি প্রদর্শন করেন।

কমিটির নেতৃবৃন্দকে দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হলেও নুরুর রহমান বেগ, সায়েমুর রহমান বেগ, মির্জা সোয়েবুর রহমান, কেফায়েতুর রহমান, রহমতুর রহমান, বরকতুল রহমান ও মির্জা ইয়াসিন রহমান নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে তাড়িয়ে দিয়েছেন।


আমেরিকা প্রবাসী আবু জাফর বেগের ঘোষিত কমিটির সদস্য সৈয়দ রিয়াজুল করিম বলেন, শুক্রবার এনায়েতুর রহমান জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে যাওয়ার পর আমাদের মসজিদ থেকে বের করে দিয়েছেন নুরুর রহমান বেগের লোকজনে। 

এসময় বাগবিতন্ডার একপর্যায়ে নুরুর রহমান বেগের লোকজনে আমাদের একজনকে মারধর করে আহত করেছে।


জমি দখল ও দুর্নাম ছড়ানোর অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমির মাওলানা মির্জা নুরুর রহমান বেগ বলেন, ছারছিনা দরবার শরীফের পীরের উপস্থিতিতে বোর্ডের মাধ্যমে চুক্তি করে এ মাদ্রাসা পরিচালনা করে আসছি। 

তিনি আরও বলেন, শুক্রবার জুমার নামাজের পূর্বে জমিদাতা আবু জাফর বেগের বড় ভাইসহ তার লোকজনে মসজিদের ইমামকে নামাজ পড়াতে দেবেন না বলে জানায়। এনিয়ে বাগবিতন্ডার পর স্থানীয়রা ঝামেলা না করে নিজেরা বসে মীমাংসার জন্য বলেন।


উল্লেখ্য, মির্জা নুরুর রহমান বেগ বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন।

শিহাব

×