ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

কালিয়াকৈরে আগুনে পুড়ছে বনাঞ্চল, হুমকিতে জীববৈচিত্র্য ও পরিবেশ

মোঃ ইমারত হোসেন, কালিয়াকৈর , গাজীপুর

প্রকাশিত: ১৮:৫৬, ৫ এপ্রিল ২০২৫

কালিয়াকৈরে আগুনে পুড়ছে বনাঞ্চল, হুমকিতে জীববৈচিত্র্য ও পরিবেশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা রেঞ্জের বারবাড়িয়া এলাকার সংরক্ষিত বনভূমিতে ফের আগুন লেগেছে। শনিবার (৫ এপ্রিল) দুপুরে দুর্বৃত্তদের ছড়িয়ে দেওয়া আগুনে বনাঞ্চলের একাধিক জায়গা পুড়ে যায়। 

বনবিভাগের তথ্য ও স্থানীয়দের অভিযোগ মতে, পরিকল্পিতভাবে শালবন ধ্বংস করে বনভূমি দখল ও প্লট তৈরির উদ্দেশ্যেই এই আগুন লাগানো হচ্ছে। এতে শুধু জীববৈচিত্র্য নয়, এতে হুমকির মুখে পড়ছে প্রাকৃতিক পরিবেশও।

বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কে রয়েছেন এলাকার সাধারণ মানুষ। আগুন লাগার সময় অনেকে নিজের ঘরবাড়ি রক্ষায় পানি ছিটিয়ে চেষ্টা করেছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, "প্রতিবছর এই সময়ে কোথাও না কোথাও বন জ্বলে। দোষীরা আগুন লাগালেও প্রশাসন রহস্যজনকভাবে নীরব থাকে।"

এছাড়া প্রশ্ন উঠেছে বনবিভাগের ভূমিকা নিয়েও। আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর না দেওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

শনিবার দুপুরে আগুন লাগার পর বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু বিকেল ৫টা পর্যন্ত তারা আগুন নেভাতে ব্যর্থ হন।

বোয়ালী বিট কর্মকর্তা আবু ইউনুছ বলেন, "আমরা খবর পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেছি। কিন্তু স্বল্প জনবল ও সরঞ্জামের কারণে নিয়ন্ত্রণে আনতে পারিনি। এর আগেও অনেক জায়গায় একইভাবে আগুন লেগেছে। এসব ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা আছে।"

আশিক

×