ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সাভার

প্রকাশিত: ১৮:২৮, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:৩০, ৫ এপ্রিল ২০২৫

আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আহাম্মদ (৪০) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ এপ্রিল) দুপুরে আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আহাম্মদ রংপুরের মিঠাপুকুর থানার পাইক কৃষ্ণপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তিনি নরসিংহপুর এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক বারোটার দিকে নিজ অটোরিকশার ব্যাটারি চার্জ বন্ধ করার সময় আহাম্মদ বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের একটি সূত্র জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

রাজু

×