ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

গলাচিপায় উপজেলা বিএনপির ২৩ বছর পরে হলো বর্ধিত সভা  

স্টাফ রিপোর্টার, গলাচিপা 

প্রকাশিত: ১৮:২৬, ৫ এপ্রিল ২০২৫

গলাচিপায় উপজেলা বিএনপির ২৩ বছর পরে হলো বর্ধিত সভা  

ছবি: জনকণ্ঠ

দীর্ঘ ২৩ বছর পরে পটুয়াখালীর গলাচিপায় শনিবার (৫ এপ্রিল) উপজেলা বিএনপির পরিচিতি ও কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গলাচিপা সরকারি কলেজ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

হাসান মামুন তার বক্তব্যে বলেন, বিগত সরকারের আমলে আপনারা যারা হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন, যারা জেল খেটেছেন, তাদের মূল্যায়ন করা হবে। আর দলের যেসব নেতা সালিশীর টাকা আত্মসাৎ করেছেন এবং এর নেপথ্যে যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোশ্যাল মিডিয়ায় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে দিক নির্দেশনা দিয়েছেন। ৫ আগস্টের পরে তিনি প্রতিটি মুহূর্তে সতর্ক করেছেন এবং দোষত্রুটি ভুলে যাওয়ার কথা বলেছেন। কিন্তু এরপরেও যারা সংশোধন হচ্ছেন না, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোন বিকল্প থাকবে না।

উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা মিয়া।

সভায় উপজেলা বিএপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 
 

শহীদ

×