ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

ভোলায় যুবককে গণধোলাই, হাত-পা ভেঙে চোখ তুলে দিলো গ্রামবাসী

নিজস্ব সংবাদদাতা, ভোলা

প্রকাশিত: ১৮:১৪, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১১:২৫, ৬ এপ্রিল ২০২৫

ভোলায় যুবককে গণধোলাই, হাত-পা ভেঙে চোখ তুলে দিলো গ্রামবাসী

ছবি: সংগৃহীত।

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মো. হাসান (২৩) নামের এক যুবককে গণপিটুনির মাধ্যমে গুরুতরভাবে আহত করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দেউলা ইউনিয়নের ঝিটকা বাজার এলাকায় স্থানীয় গ্রামবাসী সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক বিক্রির অভিযোগ তুলে এ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হাসানকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয় এবং ছুরি দিয়ে তার দুই চোখ খুঁচে ফেলা হয়। পরে তাকে মৃত ভেবে ফেলে রেখে গেলে গ্রাম-পুলিশ ও স্বজনরা উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের বাবা রতন মাঝি সাংবাদিকদের জানান, দুই দিন আগে একই এলাকার রুবেল পক্ষের সঙ্গে একটি মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরে শুক্রবার রাত ৮টার দিকে মোবাইল ফোনে হাসানকে ডেকে নিয়ে যায় একটি পক্ষ। ঝিটকা বাজারে গেলে ২০-২৫ জনের একটি দল তাকে অপহরণ করে মো. আলাউদ্দিনের বাড়ির কাছে নিয়ে যায় এবং সেখানে পিটিয়ে গুরুতর জখম করে। হাসানের দাবি, তিনি নির্দোষ এবং পূর্ব শত্রুতার জেরে মিথ্যা অভিযোগে তাকে মারধর করা হয়েছে। তার পরিবার এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে।

অন্যদিকে স্থানীয় সূত্র ও গ্রাম-পুলিশ আব্দুল মান্নান চৌকিদার জানান, মো. হাসান দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও অস্ত্রসহ চলাফেরার জন্য পরিচিত। তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে হাসান এলাকায় ব্যাপকভাবে চাঁদাবাজি শুরু করেন এবং পথচারী ও অটোরিকশা থামিয়ে টাকা আদায় করতেন। সম্প্রতি এক অটোরিকশা ছিনতাইয়ের ঘটনাতেও তার সম্পৃক্ততা রয়েছে। শুক্রবার সকালে ঝিটকা বাজারের এক দোকানদারের কাছে চাঁদা দাবি করলে প্রতিবাদকারী অপর একজন হাসান (২২) কে ছুরিকাঘাত করেন তিনি। সেই হাসান বর্তমানে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নিরুপম সরকার বলেন, হাসানের দুই চোখে ছুরিকাঘাত করা হয়েছে এবং তার হাত-পায়ের অবস্থা ছিল আশঙ্কাজনক। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, মো. হাসান থানায় পূর্বে দায়ের হওয়া দুটি মামলার আসামি।

সায়মা ইসলাম

×