ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

রেশন নিয়ে বাড়ি ফেরা হলো না আনসার কমান্ডার জাহাঙ্গীরের

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

প্রকাশিত: ১৭:১৮, ৫ এপ্রিল ২০২৫

রেশন নিয়ে বাড়ি ফেরা হলো না আনসার কমান্ডার জাহাঙ্গীরের

ছবি: সংগৃহীত।

রেশনের মালামাল নিয়ে বাড়ি ফেরা হলো না আনসার কমান্ডার জাহাঙ্গীর আলমের (৫০)। শনিবার ভোর সাড়ে ছয়টার দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের বদরপুর কালভার্টের কাছে একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত জাহাঙ্গীর আলম ভোলা সদর উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা। তিনি কলাপাড়ার তাপবিদ্যুৎ কেন্দ্র রুরাল নারিনকো পাওয়ার কোম্পানি লিমিটেড (RNPL)-এ মোতায়েনকৃত ৬০ জন আনসার সদস্যের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিহতের সহকর্মী আনসার সদস্য মো. সোলাইমান জানান, ছুটি নিয়ে ভোরে রেশনের মালামালসহ মোটরসাইকেলে করে নিজ বাড়ি ভোলার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন জাহাঙ্গীর আলম। পথিমধ্যে বদরপুর এলাকায় একটি বাসের চাপায় প্রাণ হারান তিনি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, বদরপুরে মিজানের দোকানের দক্ষিণ পাশে কালভার্টের সামনে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘাতক বাসটি শনাক্ত ও আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

সাব-ইন্সপেক্টর মাহবুব আলম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে—রেশনের মালামাল নিয়ে কলাপাড়া থেকে মোটরসাইকেলে ভোলার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন জাহাঙ্গীর আলম। বদরপুর কালভার্ট এলাকায় পৌঁছালে তিনি ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান এবং ঠিক তখনই একটি চলন্ত বাস তাকে চাপা দেয়। সুরতহাল রিপোর্টে দেখা গেছে, বাসের চাকা তার বুকের উপর দিয়ে চলে গেছে। দুর্ঘটনায় সঙ্গে থাকা রেশনের মালামাল নষ্ট হলেও মোটরসাইকেলটি তেমন ক্ষতিগ্রস্ত হয়নি।

সায়মা ইসলাম

×