
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেন যাত্রীদের সেবা প্রদান করেছে স্কাউট ও রোভার সদস্যরা। শনিবার সকাল থেকে আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ভ্রমনকারী যাত্রীদেরকে ট্রেনে আরোহন, নামানো, মালামাল উঠানো-নামানোসহ সহ বিভিন্ন সেবা প্রদান করে স্কাউট সদস্যরা।
আখাউড়া রেলওয়ে জেলা স্কাউটস এবং বাংলাদেশ স্কাউটস আখাউড়ার বিভিন্ন স্কাউট গ্রুপের ৩০/৩৫ জন সদস্য দিনব্যাপী যাত্রী সেবা কার্যক্রম পরিচালনা করবে।
এদিকে, সরজমিনে সকাল সাড়ে ১০টার থেকে ১টা পর্যন্ত ষ্টেশনে অবস্থান করে দেখা যায় স্কাউট রোভার, গার্ল ইন গাইডসদস্যরা যাত্রী সেবায় নিয়োজিত রয়েছে। ছুটির দিন হওয়ায় আখাউড়া জংশন স্টেশন হয়ে প্রচুর যাত্রী দেখা যায়। স্কাউট সদস্যরা যাত্রীদের উঠানামায় সহযোগিতা, বগি খুঁজে পেতে সহযোগিতা করছে। যাত্রীদের মালামাল নিরাপদে উঠানামায় তদারকি করছে। ছাদে ও ইঞ্জিনে যাত্রী উঠায় বারণ করছে।
এছাড়া ট্রেনের ছাদে, বাফারে, ইঞ্জিনিনে অবৈধ ভ্রমন প্রতিরোধে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অভিযানের অংশ হিসেবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চীফ ইন্সপেক্ট (সিআই) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে ষ্টেশনে দায়িত্ব পালনে দেখা গেছে। আরএনপি’র পক্ষ থেকে হ্যান্ড মাইক দিয়ে ছাদে, বাফারে, ইঞ্জিনিনে অবৈধ ভ্রমন করতে নিষেধ করা হচ্ছে। ট্রেনের ছাদে কোন যাত্রীকে উঠতে দেওয়া হয়নি।
সেবা কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেলওয়ে জেলা স্কাউট সহ-সভাপতি ও স্টেশন সুপারিনটেনডেন্ট মো: নূর নবী, আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনী চৌকির সিআই (চিফ ইন্সপেক্টর) মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক সম্পাদক আহসান কবির লিটন, সাবেক কমিশনার হান্নান খাদেম, আখাউড়া স্কাউট সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, অংকুর রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি শফিকুল আলম তুরান, সম্পাদক ফারজানা আক্তার প্রমুখ।
কানন