
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরে সরকারি ছুটির দিনগুলোতেও কেরানীগঞ্জ উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কেন্দ্রের নরমাল ডেলেভারি, জরুরি সেবাসহ সকল চিকিৎসা সেবা চলমান ছিল।
স্থানীয় জনসাধারণ বিশেষ আগ্রহের সাথে সকল প্রদেয় সেবাসমূহ গ্রহণ করেন। আজ (০৫ এপ্রিল) শনিবার সকালে কেরানীগঞ্জ উপজেলার বেশ কয়েকটি পরিবার পরিকল্পনা কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঈদের দিন হতে আজ শনিবার পর্যন্ত ১২ টি নরমার ডেলেভারি হয়েছে। ঈদের দিনই ৩ টি নরমাল ডেলেভারি হয়েছে বলে জানান পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিদর্শক।
এবারের ঈদুল ফিতরে দীর্ঘ নয় দিনের সরকারি ছুটি ছিল। এই দীর্ঘ বন্ধেও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র সমূহের জরুরি সেবা কার্যক্রম অব্যাহত ছিলো। উল্লেখ্য, অত্র উপজেলায় ১০ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ১ টি আর. ডি. এবং ১ টি সদর পরিবার পরিকল্পনা ক্লিনিক রয়েছে।
শুভাড্ডা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শক অনন্যা দাস বলেন, ঈদের ছুটিতেও আমাদের সেবা চলমান রয়েছে। আজ ২ টি স্বাভাবিক প্রসব সম্পন্ন করলাম এবং মাকে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে পরামর্শ প্রদান করলাম। এছাড়াও ১ জনকে প্রসবপূর্ব এবং ১ জনকে প্রসব পরবর্তী সেবা প্রদান করা হয়েছে। সেবা গ্রহীতাদের মধ্যে ঝুকিপূর্ণ গর্ভধারণ আছে কিনা যাচাই করা হয়েছে।
সেবা গ্রহীতাদের বিষয়ে জানতে চাইলে কেরানীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিসার, ডা: জারিন তাসনিম জুঁই (এমওএম সি এইচ-এফ পি) মুঠোফোনে জানান, এই ঈদের সরকারি বন্ধেও জরুরি সেবা অব্যাহত রাখার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় আমরা সচেষ্ট রয়েছি। এ সেবা কেন্দ্রসমূহে ২৪/৭ নিরাপদ প্রসবসেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, গর্ভকালীন চেকআপ ও গর্ভপরবর্তী চেকআপ এর সকল প্রস্তুতি রয়েছে।
মায়মুনা