ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

খরায় পুড়ছে চা বাগান,উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে শঙ্কা

নিজস্ব সংবাদদাতা,কমলগঞ্জ

প্রকাশিত: ১৪:২৬, ৫ এপ্রিল ২০২৫

খরায় পুড়ছে চা বাগান,উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে শঙ্কা

 


মৌলভীবাজারের কমলগঞ্জে খরায় পুড়ছে বিস্তীর্ণ চা বাগান।তীব্র খরায় চা গাছগুলো বিবর্ণ হয়ে যাচ্ছে। দেখা মিলছেনা নতুন কুঁড়ির, এরই মধ্যে মার্চের শুরু থেকে উপজেলার বিভিন্ন চা বাগানে নতুন বছরে চা পাতা চয়ন শুরু হয়েছে। মৌসুমের শুরুতেই অনাবৃষ্টিতে এ বছর চা উৎপাদন ব্যাহত হওয়ার শংঙ্কা করছেন চা বাগান সংশ্লিষ্টরা।
বাগানের ব্যবস্থাপকরা বলেছেন, বৃষ্টির দেখা না পাওয়ায় খরা মোকাবিলায় প্রাকৃতিক উৎস ছড়া ও লেকগুলো থেকে প্রয়োজনীয় পানি সেচ দেওয়া যাচ্ছে না।চলতি বছর ন্যাশনাল টি কোম্পানী ৭০ লক্ষ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কিন্তু বছরের শুরু থেকে চায়ের জন্য অনুকূল আবহাওয়া না থাকায় এবারও কাংঙ্খিত উৎপাদন নিয়ে দেখা দিয়েছে শংঙ্কা।
ন্যাশনাল টি কোম্পানীর মাধবপুর চা বাগানের ব্যবস্থাপক দীপন কুমার সিংহ জানান,গত বছরও অনাবৃষ্টি ও শ্রমীক ধর্মঘটের কারণে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি,এবছরও প্রতিকূল আবহাওয়ার কারনে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার ২০% পাতা উৎপাদন সম্ভব হয়েছে, তীব্র খরায় চা গাছের চারা গুলো মরে যাচ্ছে।
ন্যাশনাল টি কোম্পানীর ডিজিএম শফিকুর রহমান(মুন্না) বলেন,অনাবৃষ্টির কারনে ও তীব্র খরায় মৌসুমের শুরুতেই চা উৎপাদনে বড় ধাক্কা,এনটিসির প্রায় সকল বাগানেই 
কিছু কিছু জায়গায় চা পাতা পুড়ে লাল হয়ে গেছে। সেচ দেওয়া কিছু বাগানে চা গাছে কুঁড়ি দেখা গেলেও তা খুবই কম।আমরা চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে শংঙ্কিত।কাংঙ্খিত বৃষ্টিপাত না  হলে উৎপাদন ব্যাহত হতে পার।
 

কানন

×