
ছবি : সংগৃহীত
সাতক্ষীরার কলারোয়ায় সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মেঝ ভাইয়ের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন বড় ভাই। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কলারোয়ার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোশারফের মৃত্যু হয়।
নিহত মোশাররফ হোসেন (৪০) বোয়ালিয়া গ্রামের মৃত ফজর আলীর পুত্র। আহত বড় ভাই হোসেন আলী (৫০) সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, শনিবার সকালে বাড়ির পাশের সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে ছোট ভাই সোহরাব ও আশারাফের সাথে বাক বিতন্ডা হয় মেঝ ভাইয়ের। এক পর্যায়ে আশারাফ ধারালো ছুরি দিয়ে মেঝ ভাই মোশাররফ হোসেন কে আঘাত করে। এসময় তাকে রক্ষায় এগিয়ে আসলে বড় ভাই হোসেন আলীকেও আঘাত করে। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে হাসপাতালে নেওয়ার পর মোশাররফ হোসেন মারা যান।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন জানান, মাছ ধরাকে কেন্দ্র করে এঘটনা ঘটেছে। ইতোমধ্যে আমরা মূল অভিযুক্তসহ ৪ জনকে আটক করেছি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আঁখি