
অভিযুক্ত নাসির।
বরগুনার তালতলীতে তরমুজের দেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে নাসির(৫০) নামের এক তরমুজ চাষীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় ধর্ষণ চেষ্টার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শনিবার(০৫ এপ্রিল) তালতলী থানায় ধর্ষচেষ্টার মামলার জন্য অভিযোগ করেন ভুক্তভোগির পরিবার। গত বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম গাবতলী এলাকার ৭ম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে একই এলাকার তরমুজ চাষী নাসির উদ্দিন তরমুজ দেওয়ার কথা বলে ঘরে ডেকে নেয়। বাড়িতে কেউ না থাকার সুযোগে ঐ স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা চালায়। লম্পট তরমুজ চাষীর হাতে কামড় দিয়ে ছুটে আসে ও ডাক-চিৎকার দিলে স্থানীয়রা উদ্ধার করেন। পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন মহল চেষ্টা চালায়। বিষয়টি জানাজানি হলে পুলিশ ভুক্তভোগি ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে পরিবার থানায় ধর্ষণ চেষ্টার মামলার জন্য অভিযোগ দেয়।
একাধিক স্থানীয়রা বলেন, চরমুজ চাষী নাসিরের কাজই বিভিন্ন মেয়েদের কু-প্রস্তাব দেওয়া। ওর পিছনে প্রভারশালীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করেন ও সঠিক বিচার যাতে না হয় সেই চেষ্টা করেন।
স্কুল ছাত্রী বলেন, তরমুজ দেয়ার কথা বলে নাশির হাওলাদার আমাকে ঘরে ডেকে নেয়। আমি ঘরে ওঠা মাত্রই তিনি আমাকে ঝাপটে ধরে এবং আমার কাপড় চোপর ছিড়ে ফেলে। আমি ডাক চিৎকার দিলে তিনি আমাকে ছেড়ে দেয়।
স্কুল ছাত্রীর মা বলেন, ঘটনার পরপরই আমাকে স্থানীয় প্রভাবশালীরা আইনী ব্যবস্থা নিতে বাধা দেয় ও স্থানীয় ভাবে শালিস ব্যবস্থা করার কথা বলেন। পরে থানায় একটি অভিযোগ দায়ের করি।
তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আগে আসামী ধরার চেষ্টা চলছে। রাতে মামলা রুজু করা হবে।