
ছবি : সংগৃহীত
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশে বড় রকমের সংস্কার বাস্তবায়নে চীনের সহায়তা ও সমর্থন প্রয়োজন। ২৬ থেকে ২৯ মার্চ চীন সফরকালে সরকারি গণমাধ্যম সিএমজি বাংলা-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, বর্তমান সভ্যতা একটি "আত্মঘাতী মডেল" এ চলছে, যা পরিবেশ, অর্থনীতি ও সামাজিক ভারসাম্য ধ্বংস করছে। তিনি জোর দিয়ে বলেন, "পৃথিবীকে বাঁচাতে হলে পুরনো কাঠামো মেরামত নয়, সম্পূর্ণ নতুনভাবে গড়তে হবে।" এজন্য তিনি "তিন শূন্যের" (জিরো কার্বন, জিরো সম্পদ কেন্দ্রীকতা, জিরো বৈষম্য) ভিত্তিতে একটি টেকসই বিশ্ব গঠনের আহ্বান জানান।
তিনি বলেন, "এই পরিবর্তনের নেতৃত্ব দেবে তরুণ প্রজন্ম। তাদের স্বপ্ন দেখাতে হবে, নতুন চিন্তার জায়গা দিতে হবে। চীনের সঙ্গে আমার আলোচনায় এ বিষয়ে গভীর সমর্থন পেয়েছি।"
ড. ইউনূস চীনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, "বাংলাদেশের সংস্কার ও উন্নয়নে চীনের সমর্থন অপরিহার্য। আমরা বড় রকমের পরিবর্তন চাই, যেখানে চীনের অভিজ্ঞতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ। তাদের কাছ থেকে আমরা সীমাহীন সমর্থন পেয়েছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।"
সূত্র:https://youtu.be/ikM1UUhpTBQ?si=wd-rop2mIe_0jUNU
আঁখি