
ছবি : সংগৃহীত
শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার (আজ) সকালে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যাতে দেখা যায়, ব্যাপক হাতবোমা বিস্ফোরণ ও গোলাগুলির মাধ্যমে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। ভিডিও ফুটেজ দেখে অনেকে মনে করছেন, এটি যেন কোনো আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া।
এ পর্যন্ত এ সংঘর্ষে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত অবস্থায় রয়েছেন।
এলাকাবাসীর মতে, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল, যা আজ সহিংস রূপ নেয়। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
আঁখি