ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাখাওয়াত হোসেন, বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৬, ৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:৫৬, ৫ এপ্রিল ২০২৫

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোথাও নেই। এখানে সব ধর্মের মানুষজন নির্বিঘ্নে সবার ধর্ম পালন করছে। কেনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার পরিবেশ নেই। এ সময় নিরাপদ পরিবেশ তৈরি করার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের টিমকে ধন্যবাদ জানান তিনি।

শনিবার (৫ই এপ্রিল) নারায়ণগঞ্জে লাঙ্গলবন্ধে ব্রহ্মপুত্র নদে মহাষ্টমী স্নান উৎসব পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ কর্ণেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন।

একসময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মশিউর রহমান উপস্থিত ছিলেন।

এদিকে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে চলছে মহাতীর্থ লাঙ্গলবন্ধে অষ্টমী স্নান, নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁয়ের কূল ঘেঁসে লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদের তীরে ৪ঠা এপ্রিল শুক্রবার দিবাগত রাত ২টা ৮ মিনিট থেকে শুরু হয়েছে এই মহা অষ্টমী স্নান, আজ শনিবার ৫ এপ্রিল ১২টা ৫১ মিনিট পর্যন্ত চলবে এই স্নান।

দেশ-বিদেশ থেকে আসা কয়েক লাখ পুণ্যার্থী এই স্নানে অংশগ্রহণ করছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের লোকজন ও স্নান উদযাপন কমিটি।

"হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত, আমার পাপ হরণ করো," এমন সব মন্ত্র পড়ে পাপ মোচনের আশায় পূর্ণার্থীরা আদি ব্রহ্মপুত্র নদে স্নানে অংশগ্রহণ করেছেন, দেশ-বিদেশ থেকে আসা পুণ্যার্থীরা।

স্নানের সময় ফুল, বেলপাতা, ধান, দুবলা, হর্তকি আম, ডাব, কলা, আম পাতা ও বন্যা পাতা ইত্যাদি তীর্থকূলে নদের জলে তর্পণ করবেন তারা। লগ্ন শুরু হওয়ার পর পরই পূর্ণার্থীদের ঢল নেমেছে এই এলাকায়, ২০ স্নান ঘাটে দলবেঁধে সপরিবারে কেউ বা এককভাবে ধর্মীয় রীতির রেওয়াজ মেনেই এই স্নানে অংশগ্রহণ করেছেন।

পার্শ্ববর্তী দেশ ভারত, ভুটান, নেপাল, শ্রীলংকা থেকে পূণ্যার্থীদের ঢল নেমেছে বলে জানিয়েছেন স্নান উদযাপন কমিটি।

এই স্নানকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে দেড় হাজারেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনী। তা ছাড়া স্নান এলাকায় টহলে আছেন সেনাবাহিনী, নদে রয়েছেন কোস্টগার্ড, নৌবাহিনী সদস্যসহ ফায়ার সার্ভিসের কয়েকটি টিম।

২০টি স্নান ঘাটে ২০টি কাপড় পাল্টানোর জায়গা স্থাপন করেছেন। এছাড়াও পূণ্যার্থীদের জন্য ১৬০টি শৌচাগার স্থাপন করেছেন জেলা মেডিক্যাল টিম।

আফরোজা

×