
ছবি: সংগৃহীত
মাদারীপুরের কালকিনিতে মোঃ শাহিন মৃধা(৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে তার পরিবারসহ এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করে স্থানীয় জনতা। আজ শনিবার ভোরে ওই মাদক ব্যবসায়ী স্থানীয় লোকজনের নির্দেশনা অনুযায়ী তার পরিবার নিয়ে এলাকা থেকে পালিয়ে যায়।
মাদক ব্যবসায়ী শাহিন মৃধা উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আহম্মদ আলী মৃধার ছেলে। এদিকে ওই মাদক ব্যবসায়ীকে এলাকাছাড়া করায় আনন্দ বিরাজ করছে স্থানীয় সাধারণ জনগণের মাঝে।
এলাকা সুত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী শাহীন মৃধা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত এই এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। যার ফলে হাতের নাগালে মাদক পেয়ে লক্ষ্মীপুর ইউনিয়নের যুবসমাজ ধ্বংস হচ্ছে। তাই স্থানীয় সচেতন মহল রাতে ঐক্যবদ্ধভাবে আলোচনা সভা করে ওই মাদক ব্যবসায়ীকে তার পরিবারসহ এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করে।
পরে ভোরে ওই মাদক ব্যবসায়ী শাহীন মৃধা তার নিজ বসত বাড়িতে তালা মেরে পরিবারের লোকজন নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় বিএনপি নেতা জিয়াউল হক জিয়া মৃধা, মোঃ শাহজাহান সরদার, খোকন মৃধা, ফরহাদ মৃধাসহ পাঁচ শতাধীক স্থানীয় সাধারণ জনগণ।
এ ব্যাপারে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন কেন্দু কাজী বলেন, শাহিন মৃধা দীর্ঘদিন যাবত এই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। তাই স্থানীয় জনগণ তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। পরে তিনি ভোরে তার ঘরে তালা মেরে পরিবারসহ পালিয়ে যান।
মায়মুনা