ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

পরিচয় মিলল পলিথিনে মোড়ানো খণ্ডিত লাশের 

কেরাণীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৬, ৫ এপ্রিল ২০২৫

পরিচয় মিলল পলিথিনে মোড়ানো খণ্ডিত লাশের 

 

 
ঢাকার কেরানীগঞ্জে ও লৌহজং কাটনের ভেতর পলিথিনে মোড়ানো খণ্ডিত  যুবকের পরিচয় মিলেছে। যুবকের নাম সবুজ মোল্লা(২৭)। তার পিতার নাম ইউসুফ মোল্লাহ। সে পরিবারের সাথে সাভারের হেমায়েতপুর যাদুরচর গ্রামে বসবাস করতো ওবং গাজীপুরের একটি প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছিলেন।

তার পরিবার বলছে, সবুজ বৃহস্পতিবার সকাল সোয়া ৬ টায় ঘর হতে বের হয়ে আর বাসায় ফিরেনি। পরে তারা খবর পান কেরানীগঞ্জে ও মুন্সিগঞ্জে সবুজের খন্ড খন্ড লাশ পাওয়া গেছে। এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান জানান, ঢাকার কেরানীগঞ্জে এ ধরনের মানবদেহের খণ্ডিত অংশ পাওয়ার খবর পেয়েছি। সেখানে কাজ করে সিআইডি ও পিবিআই। পর্যবেক্ষণ শেষে বিশেষজ্ঞ টিম মুন্সীগঞ্জে কাজ শুরু করে।

উল্লেখ্য,গতকাল শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১০ টারদিকে পলিথিনে মোড়ানো একটি খন্ড বিশেষ কুকুরকে টানাটানি করতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে যায় এবং তাতে মানুষের অস্তিত্ব খুজে পায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে জানালে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ বেলা ১১ টারদিকে লাশটি উদ্ধার করে।  তবে কে বা কারা এটি এখানে ফেলে গেছে কেউ বলতে পারছেনা। ধারণা করা হচ্ছে অন্য কোন জায়গা হতে খণ্ডিত লাশটি এখানে ফেলে গেছে।

কানন

×