ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ভাঙ্গুড়ায় কৃষকদলের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, ভাঙ্গরা, পাবনা

প্রকাশিত: ২৩:০৩, ৪ এপ্রিল ২০২৫

ভাঙ্গুড়ায় কৃষকদলের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অনুষ্ঠিত হলো পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা গ্রামে বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। শুক্রবার (৪ এপ্রিল) বিকাল ৭ টায় অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো: সেলিম রেজার সভাপতিত্বে খেলাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের বর্ষিয়ান লাঠিয়ালগণ অংশগ্রহণ করে খেলাটি প্রাণবন্ত করে তোলেন। গ্রামীণ ঐতিহ্য লাঠিখেলা ছিলো জনসাধারণের ঈদের বিশেষ আকর্ষণ।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের সভাপতি মো: আখিরুজ্জামান মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মো: শাহিনুর রহমান শাহিন, ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক।

এসময় আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের যুগ্ন সাধারণ সম্পাদক মাে: লিটন রাজ, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন, ভাঙ্গুড়া পৌর কৃষকদলের সদস্য সচিব মো: পান্না হোসেন, যুগ্ন আহ্বায়ক কামরুল হাসান কানন, যুগ্ন আহ্বায়ক মো: হাসিবুল ইসলাম, অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল হক মোজাম, অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি নেতা শফিকুল ইসলাম শফি, অষ্টমনিষা ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: শাহ-আলম সরকার, সাবেক যুগ্ন আহবায়ক ও ইউপি সদস্য সাইফুল ইসলাম, ৮ নং ওয়ার্ড বিএনপি নেতা আলেপ আলী,অষ্টমনিষা ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আনিছুর রহমান, অষ্টমনিষা ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ আহবায়ক মানিক হোসেন, যুগ আহবায়ক হুমায়ন কবির, যুগ আহবায়ক শরিফ ইসলাম, অষ্টমনিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: সোহাগ গাজী, সাংগঠনিক সম্পাদক শিহাব আহম্মেদ প্রমূখ।

এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

আসিফ

×